শ্রাবণ ব্রত অনুষ্ঠান কাদের করা উচিৎ ?
আর্তের্জিজ্ঞাসুভির্ভক্তৈস্তথার্থার্থিমুমুক্ষুভিঃ ॥২৪॥
চতুর্বিধৈরপি জনৈঃ সেব্যঃ স্বস্বেষ্টকাঙ্ক্ষিভিঃ ॥২৫॥
[তথ্যসূত্র - স্কন্দপুরাণ/শ্রাবণ মাস মাহাত্ম্যখণ্ড/প্রথম অধ্যায়/২৪-২৫ নং শ্লোক]
সরলার্থ -
জানবার আকাঙ্ক্ষাকারী জিজ্ঞাসু ব্যক্তি, যিনি পরমেশ্বর শিবের ভক্ত, যিনি অর্থের কামনাকারী, যারা মোক্ষ লাভের অভিলাষী এবং যারা কেবল নিজের অভীষ্ট পূর্ণ করতে চান — ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রমে থাকা এই চার প্রকারের মনুষ্যদের অবশ্যই শ্রাবণ মাসে শ্রাবণব্রত অনুষ্ঠান করা উচিত। এর দ্বারা পরমেশ্বর শিবের কৃপায় সকলের ইচ্ছা পূরণ হয়।
সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী
🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন